প্রতিষ্ঠানের ইতিহাস

প্রতিষ্ঠানের ইতিহাস ঃ উত্তরার আজমপুর বর্তমান ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন আধুনিক শহরমুখী একটি ওয়ার্ড। ট্যালেন্টস হাই স্কুল এ্যান্ড কলেজ আজমপুর কাঁচাবাজরের মধ্যখানে একটি আধুনিক শিক্ষা কেন্দ্রিক সেবামূলক প্রতিষ্ঠান। এই স্কুলটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং দীর্ঘ ৩০ বছরের কাছাকাছি শিক্ষা বিস্তারে নিয়োজিত রয়েছে। বিদ্যালয়টি সরকারি অনুমোদনপ্রাপ্ত এবং ৮ম শ্রেণী পর্যন্ত রেজিষ্ট্রিশন করা হয়। স্কুলটি খেলাধূলা সহ সাংস্কৃতিক অঙ্গন ব্যতীত এলাকার নির্বাচনী কেন্দ্র হিসাবে দীর্ঘকাল ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং স্কুলটি শিক্ষা ও মানুষ গড়ার সুতিকাগার নয় বরং এলাকার সর্বাঙ্গীন উন্নয়নে একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান।

স্কুলটির প্রতিষ্ঠাতা খন্দকার রইস-উল আলম একজন স্বনামধন্য শিক্ষাবিদ- বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশেনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান। তিনি ৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে ইংরেজকী বিষয়ক লেকচার দিতেন। এছাড়াও তিনি বহুবিধ English Grammar’ বই সম্পাদনা করেছেন।। তারই সুদক্ষ নেত্বেতে National board – Kindergarten-English Medium এর সুসমন্বয়ে ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার তত্ত্বাবধানে স্কুলটি স্বল্পলাভে মানুষের স্বার্থে নিবেদিত একটি প্রতিষ্ঠান। বিদ্যালয়টি বিশাল জায়গার উপর প্রতিষ্ঠিত যা একটি সম্পুরুক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় বহন করে।