অধ্যক্ষের বাণী

বাংলাদেশের জন্মলগ্ন থেকে সরকারি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলো আধুনিক শিক্ষার ধারায় সমৃদ্ধ হয়ে সমান্তরালভাবে এগিয়ে চলছে। ট্যালেন্টস হাই স্কুল একটি সরকার অনুমোদিত বেসরকারি বিদ্যালয় যা পরিচালিত হচ্ছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশেনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান খন্দকার রইস-উল আলমের তত্ত্বাবধানে। এটি দীর্ঘ সময় ধরে PSC,JSC এবংSSC পরীক্ষার পাশাপাশি বাৎসরিক কিন্ডারগার্টেন পরীক্ষায় ও সাফল্যের সাথে অংশগ্রহন করে আসছে। এবার সর্বমোট ৮ জন বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত হয়েছে যা স্কুলটির ধারাবাহিকতা ও শিক্ষার মান তুলে ধরে।
এই স্কুলটি আজমপুর এলাকার ঐতিহ্যবাহী বিদ্যালয় যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত । স্কুলটি সর্বোপরি ২৫ কাঠার উপর নির্মিত একটি খেলার মাঠ সহ মানসিক বিকাশ সহায়ক একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয় একটি অনন্য সাধারন বিদ্যালয় যার নিজস্ব একাডেমিক ভবন সহ খেলার মাঠ রয়েছে।

শিক্ষাদান পদ্ধতি সরকারি, বেসরকারি ( কিন্ডারগার্টেন) এবং ইংরেজি মাধ্যমের সাথে সমন্বয় করে আধুনিক ও মানসম্পন্ন করা হয়েছে। সময়োপযোগী সিলেবাস তৈরি করে “Lectic – Simulation’’ পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করা হয়। মাল্টিমিডিয়া, কম্পিউটার, সমপূরক সাজেশন এবং প্রয়োজনীয় লেকচার শীট এর মাধ্যমে শিক্ষার্থীকে পূর্নাঙ্গ মানুষ রূপে গড়ে তোলা হয়।প্রায় ৩০ বছরের অভিজ্ঞতার সাথে আধুনিক শিক্ষা পদ্ধতির সমন্বয় ঘটিয়ে“Hoslistic Education Approach’’পদক্ষেপ নেয়া হয়েছে। এই স্কুল থেকে অষ্টম শ্রেণীর রেজিষ্ট্রেশন করে অনেক বিদ্যালয় উপকৃত হয়েছে এবং JSC পরীক্ষায় অংশগ্রহন করেছে।সবদিক দিয়ে বিদ্যালয়টি একটি স্বয়ং সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।

আমি নিজে ঢাকার প্রসিদ্ব সেন্ট যোসেফ হাইস্কুল থেকে অধ্যয়ন করেছি। MBA তে GPA -৩.৯৫(Out Of ৪) পেয়ে AIUB(American International University Bangladesh) থেকে গোল্ড মেডেল পেয়েছি। ট্যালেন্টস হাই স্কুল এ্যান্ড কলেজ ঐতিহ্য, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষার প্রসার,শিক্ষার মান, খেলাধূলা সহ সার্বিক সূচকে একটি অসাধারণ বিদ্যালয় যা আপনার সন্তানের জন্য নিশ্চিত, নিরাপদ আদর্শ ঠিকানা।

অধ্যক্ষ

রায়হান খন্দকার পরাগ
MBA গোল্ড মেডেল(AIUB) Mob: ০১৭১০-২৮৯৯৩